ফাইভ স্টার হোটেল বা পাঁচ তারকাবিশিষ্ট হোটেলের বৈশিষ্ট্য কী?
ফাইভ স্টার হোটেল বা পাঁচ তারকাবিশিষ্ট হোটেলের বৈশিষ্ট্য কী?
Add Comment
হোটেলগুলোর র্যাং কিং নির্দিষ্ট করতেই থ্রি স্টার বা ফাইভ স্টার চিহ্নগুলো ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যত বেশি স্টার চিহ্ন সম্বলিত হোটেল হবে তার আবাস সুবিধাগুলো ততবেশি বিলাসবহুল হবে। স্বাভাবিকভাবেই ১,২,৩,৪, স্টার বিশিষ্ট হোটেলের তুলনায় ৫ তারকা চিহ্নিত হোটেল আরও বেশি সুবিধাসম্পন্ন হবে। আবার ফাইভ স্টারের চেয়ে সেভেন স্টারের আবাসিক সুবিধা আরও বেশি হবে। সাধারণত বিভিন্ন অত্যাধুনিক সুবিধা যেমন রুমটির দৈর্ঘ্য ও আসবাব, সুইমিং পুল, ইন্টারনেট ব্যবহার, লাঞ্চ বা ডিনারে বিশেষ ছাড় বা বিশেষ কোনো সুবিধার ক্ষেত্রে এগুলোর পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যগুলো অনুযায়ীই এগুলোর বৈশিষ্ট্য নির্ধারিত হয় এবং র্যাং কিংয়ে এগিয়ে যায়।