ডিম ছাড়া ব্রেড অমলেট কিভাবে তৈরী করা যায়?
ডিম ছাড়া ব্রেড অমলেট কিভাবে তৈরী করা যায়?
Add Comment
যে উপকরন গুলো লাগবেঃ
পাউরুটি, বেসন
লবণ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আপনার যা ভালো
লাগে
ইচ্ছা হলে চাট মসলা
পিঁয়াজ, টমেটো, ধনে পাতা ও কাঁচা মরিচ কুচি
পানি
ভাজার জন্য তেল
প্রণালি
-পাউরুটি ও তেল বাদে সমস্ত উপকরণ মিশিয়ে
ব্যাটার তৈরি করে নিন।
-মিনিট পাঁচেক রেখে দিন। পাতলা ব্যাটার হবে।
-মিনিট পাঁচেক পর পাউরুটি এতে ডুবিয়ে প্যানে
দিয়ে দিন, ঠিক যেভাবে অমলেট তৈরি করেন।
-দুপাশ লাল করে ভেজে নামিয়ে নিন। পরিবেশন
করুন সালাদ, সস ও চাটনির সাথে।