ডিম ছাড়া ব্রেড অমলেট কিভাবে তৈরী করা যায়?

    ডিম ছাড়া ব্রেড অমলেট কিভাবে তৈরী করা যায়?

    Train Asked on February 27, 2019 in রান্না.
    Add Comment
    1 Answer(s)

      যে উপকরন গুলো লাগবেঃ

      পাউরুটি, বেসন
      লবণ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আপনার যা ভালো
      লাগে
      ইচ্ছা হলে চাট মসলা
      পিঁয়াজ, টমেটো, ধনে পাতা ও কাঁচা মরিচ কুচি
      পানি
      ভাজার জন্য তেল
      প্রণালি
      -পাউরুটি ও তেল বাদে সমস্ত উপকরণ মিশিয়ে
      ব্যাটার তৈরি করে নিন।
      -মিনিট পাঁচেক রেখে দিন। পাতলা ব্যাটার হবে।
      -মিনিট পাঁচেক পর পাউরুটি এতে ডুবিয়ে প্যানে
      দিয়ে দিন, ঠিক যেভাবে অমলেট তৈরি করেন।
      -দুপাশ লাল করে ভেজে নামিয়ে নিন। পরিবেশন
      করুন সালাদ, সস ও চাটনির সাথে।

      Professor Answered on February 27, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.