টক খেলে কি রক্তচাপ কমে?
টক খাওয়ার সঙ্গে রক্তচাপের কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত বিশ্বাস যে টক খেলে রক্তচাপ কমে এবং এ জন্য অনেকে তেঁতুল গোলা, লেবু ইত্যাদি খেয়ে থাকেন। কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা। তবে তেঁতুলে শক্তিশালী টারটারিক অ্যাসিড রয়েছে যা অনেকের পেটে সমস্যা করতে পারে।