শীতের দিনে মুখ থেকে ধোঁয়া বের হয় কেন?
শীতের দিনে মুখ থেকে ধোঁয়া বের হয় কেন?
শীতের দিনে আসলে আমাদের মুখ থেকে যা বের হয় তা ধোঁয়া নয় এটি বাতাসের এক ধরনের ঘনীভবন। আমরা নি:শ্বাসের সাথে যে বাতাসটি গ্রহণ করে থাকি তা হালকা গরম হয়ে বের হয়। আর যখন এটি বাহিরের ঠান্ডা বাতাসকে আঘাত করে তখন তা ঘনীভূত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে। ঠিক যেমনটি দেখা যায় কোনো তরল পদার্থে উচ্চ তাপমাত্রায় যেভাবে বাষ্পায়িত হয়। আরো সহজভাবে বলা যায়, শীতের সময় বাতাস খুব ঠাণ্ডা থাকে।এ সময় বাতাসে লক্ষ লক্ষ পানির কণা ভেসে বেড়ায়। বাতাসের তুলনায় আমাদের শরীরের তাপ তখন বেশি থাকে। কথা বলার সময় তাই মুখ দিয়ে গরম বাতাস বের হয়। মুখ দিয়ে বের হওয়া ঐ বাতাস বাইরের ঠাণ্ডা পানি কণার সাথে মিশে ঘন পানি কণায় পরিণত হয়। এই ঘন পানি কণাগুলোকে তখন ধোঁয়ার মতো দেখায়।
খেয়াল করে দেখবেন শীতকালে আপনি যখন আপনার হাতের উপরে মুখ দিয়ে বাতাস দিবেন তখন তা অপেক্ষাকৃত গরম অনুভূতি যোগাবে কারণ বাহিরের ঠান্ডা বাতাসের তুলনায় শরীরের গরমের কারণে মুখের বাতাসটি অনেক বেশি গরম থাকে। ফলে বাহিরের ঠান্ডা আবহাওয়ার মাঝে মুখের বাতাসটি আপনাকে গরম অনুভূতি যোগায়।