বাঙ্গালী শব্দটি কে সর্বপ্রথম বলেন?
বাঙ্গালী শব্দটি কে সর্বপ্রথম বলেন?
Add Comment
ভুসুক পা নামক চর্যাপদের এক কবি প্রথম বাঙালি শব্দটিকে ব্যবহার করেন।
কথাটি ছিলঃ
“আজি ভুসুক বাঙ্গালী ভইলি
নিঅ ঘরিণী চণ্ডালে লেলি- “
তবে এখানে বাঙালিকে বাংলার অধিবাসী হিসেবে বা বাংলাভাষী হিসেবে ব্যবহৃত হয় নি। কারণ তখন বাংলা বলে কোনো জায়গা ছিল না। তিনি বাঙালিকে ‘অধঃপতিত’ হিসেবে ব্যবহার করেছিলেন।