sitemapcouldnotberead.com |
চারজন কন্যা এবং একজন পুত্রের মাঝে পৈতিক সম্পত্তি বন্টন হবে কিভাবে?
চারজন কন্যা এবং একজন পুত্রের মাঝে পৈতিক সম্পত্তি বন্টন হবে কিভাবে?
Add Comment
চার কন্যা ও এক পুত্রের মাঝে পৈতিক সম্পত্তি ইসলামী শরীয়া মোতাবেক ভাগ করা হল-
ক্রমিক নং
ওয়ারিসগণ
প্রাপ্ত সম্পদ
১
পুত্র
৩৩.৩৩৩৩ %
২
মেয়ে
১৬.৬৬৬৬ %
৩
মেয়ে
১৬.৬৬৬৬ %
৪
মেয়ে
১৬.৬৬৬৬ %
৫
মেয়ে
১৬.৬৬৬৬ %
অর্থাৎ প্রত্যেক মেয়ে যা পাবে পুত্র তার দ্বিগুণ পাবে।
আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন: এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান।
”এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান” অর্থাৎ দুই মেয়ে যা পাবে এক ছেলে ততটুকু পাবে।
কিন্তু শুধু কন্যা দুইয়ের বেশি থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দু’ভাগ, আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধেক। তার সন্তান থাকলে তার পিতা-মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ; সে নিঃসন্তান হলে এবং পিতা-মাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ; তার ভাই-বোন থাকলে মাতার জন্য ছয় ভাগের এক ভাগ; এ সবই সে যা ওসিয়ত করে তা দেয়ার এবং ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তা তোমরা জান না। এ বিধান আল্লাহর; নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (নিসাঃ ১১)