সিআরটি মনিটরের অসুবিধা কি?
সিআরটি মনিটরের অসুবিধা কি?
Add Comment
১. আকারে বড় ও ভারি।
২. বেশি বিদ্যুৎ খরচ করে।
৩. কম রিফ্রেশ রেট দেয়া থাকলে স্ক্রিন কাঁপে।
৪. ইলেক্ট্রন গানের নড়াচড়ার জন্য ছবিতে জ্যামিতিক বিকৃতি দেখা দেয়।
৫. পরিবেশবান্ধব নয়।
৬. বেশ গরম হয়ে যায়।
৭. পেছনে বাতাস চলাচলের জন্য থাকা ছিদ্রগুলো দিয়ে ধুলোবালি ঢুকে মনিটরের স্থায়িত্ব কমিয়ে দেয়।