পহেলা বৈশাখের প্রবর্তন করা হয় কেন?
পহেলা বৈশাখের প্রবর্তন করা হয় কেন?
Add Comment
সম্রাট আকবরের শাসনকালীন সময়ে হিজরি সালের কারণে খাজনা আদায়ে সমস্যা হত। কারণ হিজরি বছরের শুরুতে বাংলায় ফসল হত না। একারণে সম্রাট আকবর রাজজোতিষ্যী মহাপন্ডিত ফতেহ আমীর উল্লাহ সিরাজীকে বাংলা সন উদ্ভাবনের নির্দেশ দেন। তখন তিনি হিজরি সন ও সৌর সনের সমন্বয় ঘটিয়ে বাংলা সন উদ্ভাবন করেন।
প্রথমে অগ্রহায়ন মাস থেকে নতুন সাল গণনা করা হলেও পরবর্তীতে বৈশাখ মাসে নেওয়া হয়। কারণ হেমন্তে ধান হওয়ার পর খাজনা দেওয়ার জন্য প্রস্তুত করতে করতে চৈত্র্য মাস এসে যায়।