কবরের আযাব মাফ হওয়ার দোয়া কি?
দো’আটি পড়বেনঃ- ﺃَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻰ ﺃَﻋُﻮْﺫُﺑِﻚَ ﻣِﻦْ ﻋَﺬﺍَﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি আউ-জুবিকা মিন আ’জা- বিল ক্ববরি।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই।
আবূল ইয়ামান (রহঃ) উরওয়া ইবনু যুবাইর (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী আয়িশা (রাঃ) তাঁকে বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বলে দু’আ করতেনঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
আল্লা-হুম্মা ইন্নি আউ-জুবিকা মিন আ’জা- বিল ক্ববরি। অয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, অয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহিয়া অয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনল মাসামি ওয়াল মাগরাম।
কবরের আযাব থেকে, মসীহে দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে ইয় আল্লাহ! আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ্! গুনাহ্ ও ঋণগ্রস্থতা থেকে আপনার নিকট আশ্রয় চাই।
সহীহ বুখারী হাদিস নম্বরঃ ৭৯৪ হাদিসের মানঃ সহিহ!