লিখিত সংবিধান ছাড়া একটা দেশ কিভাবে চলতে পারে?
লিখিত সংবিধান ছাড়া একটা দেশ কিভাবে চলতে পারে?
Add Comment
লিখিত সংবিধান ছাড়া একটি দেশ যেভাবে চলতে পারেঃ
১। কুরআন ও হাদীস মোতাবেকঃ কুরআন ও হাদীস হচ্ছে মুসলমানদের সংবিধান। এগুলোর মধ্যে বলা আছে, একজন মুসলিম শাসক কিভাবে একটি দেশকে সফলভাবে পরিচালনা করবেন। তাই হাতে লেখা মানব রচিত পরিবর্তনীয় কোনো লিখিত সংবিধান ছাড়াই যেকোনো মুসলিম রাষ্ট্র কুরআন-হাদীস মোতাবেক সফলভাবে চলতে পারে আজীবন আমরণ।
২। রাজার নীতির মাধ্যমে।
৩। সামাজিক রীতি-নীতির মাধ্যমে।
৪। প্রচলিত যেকোনো রীতি-নীতির মাধ্যমে।
৫। লিখিত নয়, কিন্তু শাসক বা সমাজের বহুল আলোচিত ও প্রচলিত মৌখিক আইন, আদেশ-নিষেধের মাধ্যমে।