মিশ্র ফসল চাষ করা সুবিধাজনক কেন?
মিশ্র ফসল চাষ করা হলে কৃষক অধিক মুনাফা অর্জন করতে পারে বলে এটি সুবিধাজনক। মিশ্র ফসলের চাষ বলতে একাধিক ফসল যা ভিন্ন সময়ে পাকে,ক্রমবৃদ্ধির ধরন ভিন্ন,মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে সেগুলোকে একত্রে চাষ করাকে বোঝায়।এতে পোকামাকড়,রোগবালাই এবং আবহাওয়াজনিত ঝুঁকি হ্রাস পায়।ফলে অধিক উৎপাদন ও আয় করা যায়।এ কারণে মিশ্র চাষ করা সুবিধাজনক।