সুশাসন কি? সুশাসনের বৈশিষ্ট্য গুলো কি?

    সুশাসন কি? সুশাসনের বৈশিষ্ট্য গুলো কি?

    Add Comment
    1 Answer(s)

      আইনের শাসন, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমানাধিকার, জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা এবং কার্যকর সংসদ, স্বাধীন বিচার বিভাগ ও দক্ষ প্রশাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের কাঙ্খিত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়াই হচ্ছে সুশাসন।

      সুশাসনের প্রধান বৈশিষ্ট গুলো হচ্ছে –

      ১।    জবাবদিহিতা,

      ২।    অংশগ্রহণ,

      ৩।    আইনের শাসন,

      ৪।    একতা,

      ৫।    মানবাধিকারের প্রতি সম্মান,

      ৬।    স্বাধীন বিচার ব্যবস্থা,

      ৭।    স্বচ্ছতা,

      ৮।    দূর্নীতির অপব্যবহার,

      ৯।    ‌তথ্য অধিকার,

      ১০।  প্রশাসনিক দক্ষতা,

      ১১।  প্রশাসনিক নিরপেক্ষতা: মেধাভিত্তিক সরকারী চাকুরী।

      Professor Answered on July 7, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.