সুশাসন কি? সুশাসনের বৈশিষ্ট্য গুলো কি?
সুশাসন কি? সুশাসনের বৈশিষ্ট্য গুলো কি?
Add Comment
আইনের শাসন, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমানাধিকার, জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা এবং কার্যকর সংসদ, স্বাধীন বিচার বিভাগ ও দক্ষ প্রশাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের কাঙ্খিত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়াই হচ্ছে সুশাসন।
সুশাসনের প্রধান বৈশিষ্ট গুলো হচ্ছে –
১। জবাবদিহিতা,
২। অংশগ্রহণ,
৩। আইনের শাসন,
৪। একতা,
৫। মানবাধিকারের প্রতি সম্মান,
৬। স্বাধীন বিচার ব্যবস্থা,
৭। স্বচ্ছতা,
৮। দূর্নীতির অপব্যবহার,
৯। তথ্য অধিকার,
১০। প্রশাসনিক দক্ষতা,
১১। প্রশাসনিক নিরপেক্ষতা: মেধাভিত্তিক সরকারী চাকুরী।