গ্লোবাস ফেরিনজিস রোগটা কি?
সাধারণত ঢোক গিলার সময় গলাতে কোন বস্তু চেপে আছে বলে মনে হয় এরকম সমস্যাকে গ্লোবাস ফেরিনজিস বলে। খাবার খাওয়ার পর পাকস্থলির এর এসিড নিচে না নেমে উপরে উঠে আসাকে রিফ্ল্যাস্ক বলে। এটি গলায় ঘটে থাকে। রিফ্ল্যাস্কের কারণেই গ্লোবাস ফেরিনজিস বলে। এটি যাদের হয় তাদের ঢোক গিলতে সমস্যা হয়। এর থেকে মুক্তির জন্য গ্যাস্টিকের ঔযুধ খেতে পারেন।