গনিতের উৎপত্তি হয়েছে কিভাবে?
অনেকের মতে গণিতের আদিভূমি মিশর। এনিয়ে অবশ্য বিতর্ক আছে। এর কারণ ভারতবর্ষে, ব্যাবিলনে এবং চিনে প্রাচীনকালে যে উন্নতমানের গণিতচর্চা হত তার বহু প্রমাণ পাওয়া গেছে। তাই অনেক পণ্ডিতের মতে ভারতবর্ষই গণিতশাস্ত্রের উৎপত্তিস্থল। এমন গণিতের শুরু কবে ও দাবী করার পিছনে যুক্তি কী? ইতিহাসেরও একটা ইতিহাস থাকে। সেভাবে ইতিহাসের খোঁজ করলে পিছোতে পিছোতে হয়তো মানবসভ্যতার উষালগ্নে পৌঁছে যাওয়া সম্ভব। তবে বলা যতটা সহজ বাস্তবে তা নয়। বরং অত্যন্ত কঠিন কাজ। যত অতীতে যাওয়া যাবে তত প্রাচীন নিদর্শন এবং সাক্ষ্য প্রমাণ কমতে থাকবে। ফলে এক সময় থেমে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সেভাবে থেমে গেছে ভারতীয় সভ্যতার অতীত ইতিহাস। সিন্ধু সভ্যতার আগের ইতিহাস আমাদের অজানাই বলা চলে। তাই আমাদের শুরু করতে হবে সিন্ধু উপত্যকায় যে সভ্যতার উন্মেষ হয়েছিল সেখান থেকে। কার্বন ডেটিং পদ্ধতিতে জানা গেছে এই সভ্যতার বিকাশ ঘটেছিল সাতটি স্তরে। প্রথমটির বয়স খ্রিস্টপূর্ব 3300-3200 অব্দের। এর চূড়ান্ত বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব 2500-1700 অব্দের মধ্যে।