কে এবং কবে খায়বার জয় করেন?
৬২৮ খ্রিস্টাব্দের মে মাসে (৭ম হিজরীর মহররম মাসে) হযরত মুহাম্মাদ (সঃ) ইহুদিদের সমূলে ধ্বংস করার জন্য ২০০ অশ্বারোহীসহ ১,৬০০ মুসলিম যোদ্ধা নিয়ে খায়বারের দিকে যাত্রা করেন। পরবর্তীতে ইহুদিদের অবরুদ্ধ করা হয়। আল কামুস দূর্গসহ ইহুদিদের সকল দূর্গ-ই মুসলমানদের হস্তগত হয় এবং মুসলমানেরা এ যুদ্ধে জয়লাভ করে।