পরিবেশ কীভাবে দূষণমুক্ত করা যায় ?
পরিবেশ কীভাবে দূষণমুক্ত করা যায় ?
শব্দ দূষণ বন্ধ করুন
1.টিভি এবং মিউজিক সিস্টেমের ভল্যুম আস্তে করে দিন।
2.ঘন ঘন অযথা গাড়ির হর্ন বাজাবেন না।
3.লাউডস্পিকারের ব্যবহার করতে নিষেধ করুন।
4.বিয়ে বাড়ির শোভাযাত্রায় ব্যান্ড বাজানো, পটকা ফাটানো বন্ধ করুন।
5.সবাইকে শব্দ দূষণ সংক্রান্ত আইন মেনে চলার কথা বলুন।
বায়ু দূষণ রোধ করুন
1.বাড়ি, কারখানা, গাড়ি থেকে ধোঁয়া নিঃসরণ কম করার চেষ্টা করুন।
2.আতসবাজি ব্যবহার করবেন না।
3.জঞ্জাল ডাস্টবিনে ফেলুন, পোড়াবেন না।
4.থুতু ফেলার জন্য আলাদা জায়গা বা সব সময় জল দিয়ে ধুয়ে দেওয়া যায় এমন জায়গা ব্যবহার করুন।
5.সবাইকে বায়ু দূষণ সংক্রান্ত সমস্ত আইন মেনে চলার কথা বলুন।
জল দূষণ রোধ করুন
1.গোষ্ঠীর জলের উৎস কল, কুয়ো বা অন্য কোনও জলাধারের কাছে জঞ্জাল ফেলবেন না।
2.সাধারণের ব্যবহার্য জলের পাইপে ফুটো করবেন না।
3.কেবলমাত্র অনুমোদিত জায়গায় প্রতিমা বিসর্জন দিন।
4.সবাইকে জল দূষণ সংক্রান্ত সমস্ত আইন মেনে চলার কথা বলুন।
5.রাসায়নিক দূষণ রোধ করুন
6.রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করুন। পলিথিনের বদলে কাগজ ব্যবহার করুন। পলিয়েস্টারের বদলে সুতি ও পাট ব্যবহার করুন।
7.ঠিক ভাবে পলিথিনের ব্যাগ নষ্ট করার ব্যবস্থা করুন।
8.আরও গাছ এবং উদ্ভিদ লাগান।
9.রাসায়নিক পদার্থ জনিত দূষণ সংক্রান্ত সমস্ত আইন সবাইকে মেনে চলার কথা বলুন।