মহিলারা কোন হাদিসের উপর ভিত্তি করে বুকের উপর হাত বাধে?
মহিলারা কোন হাদিসের উপর ভিত্তি করে বুকের উপর হাত বাধে?
আলোচিত মাসআলাটির সমাধান কুরআন ও হাদীসে পরিস্কার বর্ণিত হয়নি। তবে শরিয়তের তৃতীয় দলীল ইজমা এর মাঝে উক্ত বিষয়টির আলোচনা রয়েছে৷
হযরত আব্দুল হাই লক্ষ্ণৌবীর রহঃ লিখেছেনঃ
اما فى حق النساء فاتفقوا على ان السنة لهن وضع اليدين على الصدر، (السعاية-2/156
আর মহিলাদের ক্ষেত্রে সকলেই ঐক্যমত্ব যে, তাদের ক্ষেত্রে সুন্নত হল তাদের উভয় হাতকে বুকের উপর রাখবে। {আসসিয়ায়াহ-২/১৫৬}
হযরত আতা রহঃ বলেন,
تجمع المرأة يديها فى قيامها ما ستطعت (مصنف عبد الرزاق-3/137
মহিলারা নামাযে দাড়ানো অবস্থায় তাদের হাতকে যতদূর সম্ভব গুটিয়ে রাখবে। {মুসান্নাফ আব্দুর রাজ্জাক-৩/১৩৭}
সুতরাং মহিলাদের বুকের উপর হাত বাঁধাটি ইজমা দ্বারা প্রমানিত। এর প্রমাণ সরাসরি কুরআন ও হাদীসের বাহ্যিক শব্দে থেকে তালাশ করা বোকামী বৈ কিছু নয়। আমাদের কাছে দলীল যেহেতু চারটি। সুতরাং আমাদের মাসআলা কুরআনে না থাকলে হাদীস দ্বারা, আর হাদীসে না থাকলে ইজমা বা কিয়াস দ্বারা প্রমাণিত হয়ে থাকে। এ মাসআলাটিও যেহেতু কুরআন ও হাদীসের বাহ্যিক শব্দের দ্বারা পাওয়া যায় না, তাই আমরা ইজমার আলোকে এ মাসআলার উপর আমল করে থাকি।