কীভাবে মানুষকে মুগ্ধ করবো?
কীভাবে মানুষকে মুগ্ধ করবো?
Add Comment
- মানুষকে উপহার দিন।
- মানুষকে আন্তরিকভাবে প্রশংসা করুন।
- নিজেকে পরিপাটি ও গোছালো রাখুন।
- নিয়মিত সুগন্ধি ব্যবহার করুন।
- যাকে মুগ্ধ করতে চান,তার সাথে সহমত পোষণ করুন।
- মানুষকে হাসানোর চেষ্টা করুন।
- যাকে মুগ্ধ করতে চান,তার পছন্দ ও রুচি অনুযায়ী নিজেকে পরিবেশন করুন।
- সর্বদা হাসিখুশি এবং আত্মবিশ্বাসী ভাব বজায় রাখুন।
- সর্বদা চোখে চোখ রেখে কথা বলুন।
- চেষ্টা করুন সাহসী হতে।
- কথা বলা শিল্পকে রপ্ত করুন।অর্থাৎ সুন্দর করে কথা বলা শিখুন।
- নিজের জানার পরিধি বাড়িয়ে তুলুন।
- নাটকীয় ও রহস্যময় হওয়ার চেষ্টা করুন।
- দরকারি কথা বলুন,অপ্রাসঙ্গিক বক্তব্য ও প্রলাপ এড়িয়ে চলুন।
- কথা বলুন স্ট্রেইটভাবে বা সোজাসুজি।