মনুষকে কিভাবে টেকনিক্যালি ‘না’ বলা যায়?
মনুষকে কিভাবে টেকনিক্যালি ‘না’ বলা যায়?
Add Comment
- টেকনিক্যালি ‘না’ বলতে হলে নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করতে হবে।
- যাকে ‘না’ বলবেন- তার সাথে দুর্বল হয়ে যান।
- কারো সাথে দুর্বল হয়ে গেলে সে আর আপনার উপর মনঃক্ষুন্ন হবে না।
- বলুন যে আপনি ব্যাপক অসুবিধায় রয়েছেন! আপনার জীবনে কোন শান্তি নেই ইত্যাদি ইত্যাদি।তারপর সিস্টেমেটিক্যালি তাকে ‘না’ বলুন।
- তাকে বলুন যে আপনি ব্যাপক সমস্যায় জর্জরিত,তাই আপনার অনেক কিছুই ইদানীং এলোমেলো যাচ্ছে।এভাবে কারো যেকোন প্রস্তাবে ‘না’ বলে দিতে পারবেন।
- কৌশলগতভাবে তাকে বোঝান যে আপনি নানাবিধ কাজে ব্যস্ত,তাই তাকে সময় দিতে পারছেন না।
- তার জন্য তাঁকে ভারী কিছু খাওয়ার জন্য অফার করুন।কিছু খাইয়ে তাকে বিদায় দিয়ে দিন।
- কাউকে কোন ধরনের আশ্বাস অথবা ভরসা দেয়া থেকে বিরত থাকুন।