অত্যন্ত বুদ্ধিমান মানুষের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী?
অত্যন্ত বুদ্ধিমান মানুষের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী?
Add Comment
- মানুষের চেয়ে বেশি দেয়ালের দিকে তাকিয়ে থাকেন।
- কল্পনা থেকে তারা বিরত থাকেন না, কল্পনাশক্তি ছাড়া তারা কিছুই না।
- দলের লোকজন তাদের কাছে বেমানান লাগলে দলবল ছেড়ে চলে যান।
- সাধারণত ভদ্র, পরিপক্ক, জীবনের দর্শন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন।
- নিয়ম কানুন অনুসরণ করতে অস্বস্তিদায়ক লাগে।
- তাদের কাজ করতে অনেক সংগ্রাম করতে হয়। এটাই তাদের আনন্দ দেয়।
- নিজেদের অনেক শ্রদ্ধা করেন।
- সল্পভাষী, তারা সব সময় সুখী আর শান্তিপূর্ণ হন।
- তাদের শুধু ভালোবাসা দরকার। এটাই তাদের প্রবলভাবে আকর্ষণ করে।
- কৌতুহলী মানুষের সান্নিধ্য পছন্দ করেন।