কোন কৌশল জানা থাকলে আপনি সবার প্রিয় হবেন?
কোন কৌশল জানা থাকলে আপনি সবার প্রিয় হবেন?
Add Comment
- কখন কোন কথাটা বলতে হবে,এটা জানাটা খুবই জরুরী।
- কখন কোন আচরণ করতে হবে,সেটিও রপ্ত করতে হবে।
- কারো সাথে ভুলেও তর্কে জড়াবেন না;বরং সহমত পোষণ করুন।
- কথা বলার সময় চোখে চোখ রাখুন।
- কথার মধ্যে মিষ্টতা রাখুন।
- খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলা রপ্ত করুন।
- সর্বদায় ইতিবাচক মনোভাব পোষণ করুন।
- অন্যের প্রতি মানবিক হোন।
- এক্ষেত্রে নিজের আচরণ পরিবর্তন করতে হবে অন্যের মনস্তত্ত্ব অনুযায়ী।
- সময়ের চাহিদা অনুযায়ী সে ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
- জনমনে কি চলছে আগে সেটি আইডেন্টিফাই করার চেষ্টা করুন।
- ভারী এবং কঠিন বিষয়বস্তু পরিহার করে সহজবোধ্য এবং সরল চিন্তা-ভাবনা করুন।
- কিছুটা সামাজিক এবং বহির্মুখী হওয়ার চেষ্টা করুন।
- যতটা পারুন অন্যের প্রশংসা করুন এবং সর্বদা হাসিখুশি থাকুন।