কী করলে সামনে এগিয়ে যেতে পারব?
কী করলে সামনে এগিয়ে যেতে পারব?
Add Comment
- সামাজিক মাধ্যমে সময় কম ব্যয় করুন।
- অন্যকে নিয়ে মাথা ঘামাবেন না।
- কারো প্রতি বেহুদা চুলকানি থাকলে,তা পরিহার করুন।
- বুদ্ধিবৃত্তিক চর্চার উপর জোরারোপ করুন।
- নিজের মধ্যে সর্বদা একটি ইতিবাচক এবং জয়ী মনোভাব রাখুন।
- যেকোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার এবং অভিযোজিত করার মানসিকতা রাখুন।
- কারো সাথে প্রতিযোগিতা করা যাবে না।
- অন্য কোন দেশ,জাতি,সমাজ ও ব্যক্তিবিশেষ নিয়ে অসৌজন্যমূলক এবং নেতিবাচক আলোচনা পরিহার করতে হবে।
- নিজেকে জানুন।
- বন্ধু-বান্ধবের পরিসর অত্যন্ত সেলেক্টিভ করে ফেলুন।
- কি দেখবেন,কি দেখবেন না;কি অনুসরণ করবেন,কি করবেন না;কী পড়বেন,কী পড়বেন না,তা ঠিক করে ফেলুন!
- নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না।
- সময়ের সদ্ব্যবহার করুন।