কোন বদঅভ্যাসগুলো আমাদের জীবন নষ্ট করে?
কোন বদঅভ্যাসগুলো আমাদের জীবন নষ্ট করে?
Add Comment
১. সময় নষ্ট করা।
২. রাতে দেরি করে ঘুমানো।
৩. শাক সবজির তুলনাই জাঙ্ক ফুড বেশি খাওয়া।
৪. নিজের ক্যরিয়ারে, পড়াশোনাই মন না দিয়ে তথাকথিত লাভ ( ভালোবাসা)র ফাঁদে জরিয়ে পরা।
৫. নিজের ধর্মের নিয়ম মেনে না চলা নিজের ধর্ম গ্রন্থ পাঠ না করা।
৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করা।
৭. নিজেকে সময় না দেওয়া.
৮. পরনিন্দা করা।
৯. আরেকজনের কথাই নিজেকে পরিবর্তন করা।
১০. নিজেকে ছোট, একা মনে করা মনে রাখবেন এ পৃথিবীতে কেউ আপনার পাশে না থাকলেও আপনার সৃষ্টিকর্তা সব সময় আপনার পাশে আছে।