একজন মানুষের মধ্যে মোটামোটি কোন বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে ব্যক্তিত্বসম্পন্ন মানুষ বলা যায়?
একজন মানুষের মধ্যে মোটামোটি কোন বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে ব্যক্তিত্বসম্পন্ন মানুষ বলা যায়?
Add Comment
- কাউকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ না করা।
- ধর্ম নিয়ে অতি মাতামাতি ও ধর্মান্ধ না হওয়া।
- কথা ও কাজে মিল থাকা। অর্থাৎ মুখে এক কিন্তু অন্তরে আরেক, এমন যেন না হয়।
- বেহুদা কথা না বলা।
- কথাবার্তায় যুক্তিশীল ও সংযত হওয়া।
- সময়ানুবর্তী ও রুটিনড হওয়া।
- কাউকে হেয় ও কটাক্ষ না করা।
- কারো ব্যাপারে অযথা চুলকানি প্রদর্শন না করা।
- কারো প্রতি অতিরিক্ত উৎসাহ ও মাখামাখি ভাব না দেখানো।
- গায়ে পড়ে কারো সাথে বেহুদা তর্ক না করা।
- গায়ে পড়ে কাউকে অতিরিক্ত প্রশংসা না করা।
- কথাবার্তায় সাবধানী হওয়া।
- সুন্দর ও মার্জিতভাবে কথা বলা আয়ত্ত করা।
- কখন কাকে বাঁশ দিতে হবে এবং কখন কাকে প্রশংসা করতে হবে, এর মনস্তত্ত্ব বুঝতে পারা।
- সত্যের পক্ষে সর্বদা ও সর্বাবস্থায় অবস্থান নেয়া এবং সত্যবাদী হওয়া।
- ইনিয়ে-বিনিয়ে কথা না বলে স্পষ্টভাবে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেয়া।
- কাউকে জাজ করতে না যাওয়া।
- মানুষের কথা মনযোগ সহকারে শোনা।
- মুখে সর্বদা হাসিখুশি ভাব রাখা।
- কথা বলার সময় নার্ভাস না হয়ে চোখে চোখ রাখা।
- আত্মবিশ্বাসী হওয়া খুবই জরুরী।
- জানার প্রভূত আগ্রহ নিজের মধ্যে জাগিয়ে রাখা।
- মানুষকে ছাড় দেয়া ও ক্ষমা করার মানসিকতা নিজের মধ্যে গ্রো করা।
- অযথা ও অমূলক কারণে লজ্জা না পাওয়া।
- অন্যের জন্য সিম্প্যাথি থাকা।
- কেউ কিছু অর্জন করলে ও সফল হলে তাঁকে অভিনন্দন জানানো।
- সর্বদা বস্তুবাদী ও ইতিবাচক চিন্তা পোষণ করা।
- অপরিচিত, পরিচিত ও হালকা পরিচিত সহ যেকোন ধরনের লোকের সাথে মেলামেশা করতে নিজেকে সদা প্রস্তুত রাখা।