এখনও পর্যন্ত জীবন নিয়ে আপনার উপলব্ধি কী?
এখনও পর্যন্ত জীবন নিয়ে আপনার উপলব্ধি কী?
Add Comment
- সময়ের ব্যবধানে জীবন থেকে একে একে সবাই হারিয়ে যাবে।
- জীবনে আসলে প্রকৃত কোন বন্ধু নেই;সবই আসলে সময়ের প্রয়োজন।
- সবাই সবাইকে কাছে টানার কিংবা দূরে ঠেলে দেয়ার পেছনে রয়েছে বিশাল স্বার্থ ও উদ্দেশ্য।
- দিনশেষে মানুষ শুধু একান্তই তাঁর নিজের।
- কথা যত কম বলা যায় ততই ভালো।
- কাউকে আগবাড়িয়ে গায়ে পড়ে উপকার করতে নেই।
- কাউকে অতিরিক্ত পাত্তা দিতে নেই।
- কাউকে আগবাড়িয়ে গায়ে পড়ে কিছু খাওয়াতে নেই।
- বাবা-মা ছাড়া কেউই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না।
- কাউকে গায়ে পড়ে কোন উপহার দিতে নেই।
- কারো সাথে গায়ে পড়ে কথা বলতে নেই।
- কাউকে গায়ে পড়ে উপদেশ দিতে নেই।
- নিজের চরকায় তেল দেয়ার চেয়ে বড় কোনো ঔষধ নেই।
- কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই।
- কারো প্রতি অতিরিক্ত মোহ রাখতে নেই।
- কখনো কারো প্রতি আবেগ দেখাতে নেই।
- কখনো কারো অপকর্মের সাক্ষী হতে নেই।
- কখনো কাউকে কোন বিষয়ে আশ্বাস দিতে নেই।
- কখনো কাউকে টাকা ধার দিতে নেই।
- কখনো কারো কাছ থেকে টাকা ধার নিতে নেই।
- কখনো কাউকে প্রতিযোগী ভাবতে নেই।
- কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করতে নেই।
- কখনো কুটনামি তথা কথা বেচাকেনা করতে নেই।
- কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে নেই।
- কখনো কারো অন্যায়কে প্রশ্রয় দিতে নেই।