প্রেম কি দেহনির্ভর নাকি দেহ নিরপেক্ষ ?
কাম বাসনা প্রেমের একটা খুব গুরুত্বপূর্ন বিষয়। নারী পুরুষের মধ্যে অনেক ধরনের সম্পর্ক থাকে। মায়ের সাথে ছেলের মধ্যে রক্তের সম্পর্ক। বাবার সাথে মেয়ের রক্তের সম্পর্ক কিন্তু নারী পুরুষের মধ্যে প্রেমিক-প্রেমিকা যুগলের মধ্যে প্রেম অবশ্যই প্রথমেই দেহ নির্ভর সম্পর্ক। পরে মনের সাথে সম্পর্কিত।
একটি ছেলে কেনো জিমে গিয়ে শরীরচর্চা করে? সুস্থ থাকার জন্য শরীর গঠন আবশ্যিক না। শরীরের ওজন কমালে সুস্থ্য থাকা যায় কিন্তু সিক্স প্যাক ও মাসাল বিল্ডআপের প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজের দেহকে অন্যের কাছে আকর্ষনীয় করে তুলে ধরা।
একটি ছেলে যখন পেশীবহুল শরীর বানায় সেটা সে তার বিপরীত লিংগের মেয়েটিকে আকর্ষন করতে করে।
একটি ছেলে যখন একটি মেয়েকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে সে মেয়েটির চেহারা ও শরীর দেখে প্রেমে পড়ে। মেয়েটি যদি স্বাস্থ্যবতী হয় বেশি তবে তার প্রতি ছেলেটি ফিরেও তাকাবে না।
প্রেম প্রথমেই দেহ নির্ভর এবং এরপরে গিয়ে মনের আন্ডাস্ট্যান্ডিং বা বোঝাপড়ার ব্যাপার।