জ্ঞানী মানুষদের বৈশিষ্ট্য গুলি কী কী?
১। তারা মানুষের চেয়ে দেয়ালের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে।
২। তারা সবসময় কল্পনায় মগ্ন থাকে। কল্পনা ছাড়া তাদেরকে চিন্তা করা যায় না।
৩। তাদের মতের সাথে অসঙ্গতিপুর্ণ মানুষের সঙ্গ তারা পরিত্যাগ করে। কোন বিষয়ে বোকার মতো তারা তর্ক করে না।
৪। তারা সাধারণ নিয়ম মানতে খারাপ অনুভব করে।
৫। তারা তাদের কাজে সংগ্রাম করে। এটা করে তারা সুখ পায়।
৬। তারা নিজেদের আত্মসম্মান বজায় রেখে চলে।
৭। তারা খুশি ও অন্তরে শান্তি অনুভব করে যখন তারা নীরবে থাকে।
৮। সকল কিছুর মাঝে ভালোবাসা তাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে।
৯। কৌতূহলপুর্ণ মানুষের সঙ্গ তারা পছন্দ করে।
১০। তারা কথা বলার চেয়ে কথা শুনেন বেশি। তাড়াহুড়া করে কোন উত্তর দেন না। অনেক ভাবার পর তারা কোন বিষয়ে মন্তব্য করে।
১১। তারা নিরহংকারী হয়। অন্যের ভালো দেখে তারা খারাপ অনুভব করে না।
১২। অন্যদের ভুল দেখার চেয়ে নিজেরদের ভুলগুলো ঠিক করার প্রতি বেশি মনোযোগী হয়।
১৩। আত্ম সফলতার চেয়ে সামগ্রিক বা দলগত সফলতা তাদের কাছে বেশি মূল্যবান।