মানুষ সম্পর্কে কিছু অজানা তথ্য বলবেন কি?

    Add Comment
    1 Answer(s)
      1. মানুষের চোখ ১ কোটি পর্যন্ত নানা রংয়ের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না।
      2. আমাদের ধারনা চার ধরণের রক্ত রয়েছে আমাদের দেহে। আসলে রক্তের ধরন ২৯ টি। তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ।
      3. জিভ দেখে অনেক কিছু বুঝা যায়। জিভের নমুনা একেবারে অনন্য। তাই কাউকে জিভ দেখানোর সময় এটি মনে রাখবেন।
      4. আচ্ছা আপনার ভাই অথবা বোন বাহাতি বলে কি নিজেকে খুব বেশি জাহির করে? তাহলে তাকে জানিয়ে দিন, গড় পরতায় বাম হাতি লোকের থেকে ডান হাতি ৯ বছর বেশি বাঁচে।
      5. বাচ্চাদের প্রশ্নের শেষ থাকে না। এটা কি? কেন হলো? কীভাবে হলো? ইত্যাদি ইত্যাদি। একটি গবেষণায় দেখা যায়, গড়ে একটি ৪ বছরের শিশু দিনে ৪৫০ টির মত প্রশ্ন করে থাকে।
      6. দেহের সবচেয়ে ছোট হাড় হল স্টেপিস যা আমাদের কানে অবস্থিত।
      7. মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম।
      8. আমাদের চুল এবং নখ মৃত্যুর পরেও বাড়তে থাকে।
      9. মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন রয়েছে
      10. মানুষের মস্তিষ্কে রয়েছে ১৩০০ কোটি কন্ট্রোল বাটন। এর প্রতিটি বাটনের যেকোনো একটি দায়িত্ব রয়েছে।
      11. আমরা কোনো কিছু স্পর্শ করলে, তখন তথ্যটি ঘণ্টায় ১২৪ মাইল বেগে আমাদের মস্তিষ্কে পৌঁছে।
      12. মানুষের শরীরের শিরা-উপশিরাগুলো একটার সাথে আরেকটা জোড়া দিয়ে ৬০ হাজার মাইল লম্বা করা যাবে।
      13. পুরুষদের থেকে মহিলারা প্রতিদিন বেশি চুল হারান। প্রতিদিন পুরুষেরা হারান ৪০টার মতো চুল আর মহিলারা হারান ৭০ টার মতো চুল।
      14. আমাদের চোখের পাপড়ির আয়ুকাল মাত্র ১৫০ দিন। মানুষের চোখের ভ্রুতে চুলের পরিমাণ প্রায় ৫০০’র মত।
      15. মানুষের মাথার খুলি বিভিন্ন রকমের ২৬ টি হাড় দিয়ে তৈরি।
      16. মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড।
      17. জিভ শুধু স্বাদ গ্রহণ আর উচ্চারণে নয়, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশীও।
      18. মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।
      19. বিজ্ঞানীদের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।
      20. যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।
      Professor Answered on August 13, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.