মেয়েদের মন পাওয়ার উপায় কী?
দেখুন মেয়ে হয়ে বলছি , সবাই সমান হয় না , সব মেয়ে আলাদা আলাদা হয় , কারোর শুধু ছেলে হ্যান্ডসাম এবং তার ব্যাংক ব্যালেন্স থাকলেই হয় । অনেক মেয়ে চাই ছেলে যেনো তার কথায় উঠে বসে ,তার পেছন পেছন ঘোরে। অনেক মেয়ে চাই কোনো একজন তাকে অনেক ভালোবাসুক , সব পরিস্থিতি তে তাদের পাশে থাকুক , তবে যায় হয়ে থাকুক না কেনো একটা জিনিস সব মেয়ের মধ্যে কমন সেটা হলো ছেলে যেনো বেকার না হয় ,সে যদি স্টুডেন্ট হয় তাহলে সে পড়াশোনায় খুব ভালো হতে হবে , আর যদি স্টুডেন্ট না হয় তাহলে যেনো ভালো জব করে । বেকার ছেলে কে কেউ পছন্দ করে না , বাবার টাকায় বসে খাওয়া ছেলেদেরও খুব একটা কেউ পছন্দ করে না ,, একটা মেয়ে চাই ছেলে টা কম হলেও যেনো নিজে খেটে উপার্জন করে ,তাই আপনি যদি মেয়েদের মন পেতে চান তাহলে আপনাকে অব্যসই প্রতিষ্ঠিত হতে হবে ।
তারপর আপনাকে সফট হতে হবে হৃদয় এর দিক দিয়ে আর বাইরে থেকে স্ট্রং হতে হবে এবং মেন্টালি স্ট্রং হতে হবে , ছেলেদের স্ট্রং পার্সোনালিটি খুব অ্যাট্রাক্টিভ হয় মেয়েদের কাছে , আপনি যেনো তার মুড সুইং গুলো সামলাতে পারেন এরম মেন্টালি স্ট্রং হতে হবে । আর মেয়েরা চাই তার না বলা কথা গুলোও যেনো আপনি বুঝে যান, তার প্রয়োজন,তার অভিমান ,তার রাগ সব কিছুর যেনো খেয়াল রাখেন , মেয়েরা কিন্তু অন্য মেয়েদের প্রসংশা পছন্দ করে না ,তাই ভুল করেও একটি মেয়ের সামনে অন্য মেয়ের প্রসংশা করবেন না , মেয়েটি করলেও আপনি করবেননা ,, মেয়েটি যখন বাড়িতে থাকবে কোনো সাজগোজ থাকবেনা তখন অবশ্যই কমপ্লিমেন্ট দেবেন যে আমার এই পাগলী টা কেই বেশি পছন্দ , মিথ্যে কথা বলবেন না আর মিথ্যে কমপ্লিমেন্ট ও দেবেন না । ছোটো ছোটো জিনিস গুলো খেয়াল রাখবেন ,আসে পাশের মানুষ দের সাথে ভালো ব্যবহার করবেন ,পশুদের প্রতিও যেনো আপনার ভালোবাসা থাকে । মানে আপনাকে একটু পারফেক্ট হতে হবে । কথা কম বলবেন তার কথা বেশি শুনবেন মন দিয়ে , তাকে ঘুম পাড়িয়ে পরে নিজে ঘুমোবেন ।
এইসব করেও অনেক সময় অনেক মেয়ের মন জয় করতে পারবেন না । আমরা সত্যিই একটু কমপ্লিকেটেড হয় , তবে সব মেয়ে না । দেখুন যে মেয়ে যতো সুন্দর তার কাছে ততোই অপশন থাকে , তাই তাদের মন জয় করা একটু কঠিন । কিন্তু যাদের কাছে অপশন কম থাকে বা থাকে না তাদের মন জয় করা খুব সহজ । যাদের বয়স 15–18 এর মধ্যে থাকে তাদের মন জয় করা সহজ হলেও একজন প্রাপ্ত বয়স্ক মেয়ের মন জয় সহজ নয় ।
যায় হোক নাটক করবেন না , রিয়েল থাকবেন সারাজীবন , কারণ অভিনয় করে কারোর মন জয় করতে পারলেও তাকে সারাজীবন খুশী রাখতে পারবেন না । নিজেকে বেটার করতে পারেন কিন্তু নাটক করবেন না ।