আপনি মানুষকে কী বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছেন?
আপনি মানুষকে কী বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছেন?
Add Comment
কয়েকটি কথা, অনেক চেষ্টা করেও মানুষকে বোঝাতে পারিনি। বছরের পর বছর বলছি, কিন্তু কেউ বোঝে না।
- মানুষ কি ভাববে, সেই চিন্তায় আপনি অস্থির। অথচ, আপনাকে নিয়ে ভাবার সময মানুষের নেই।
- বক্তার যোগ্যতার উপর নিভর করে, কোন কথার গ্রহণযোগ্যতা নির্ণয় করবেন না।
বেশিরভাগ মানুষ, বিশেষ করে অনুন্নত দেশের মানুষের এই প্রথম সমস্যাটা আছে । অন্যেরা কি ভাববে, সেটা নিয়ে তাদের দু:শ্চিন্তার শেষ নেই। আপনি নিজে কি অন্যের কথা ভাবেন ? অন্যের কথা ভাবার সময় আছে? ঠিক তেমনি, অন্যরাও আপনার কথা ভাবে না। আপনাকে নিয়ে ভাববার সময়টাই কারো নেই।
দ্বিতীয় সমস্যাটা রয়েছে ১০০% মানুষের ভেতরে। কোন কথা ঠিক নাকি বেঠিক, সেটার সিদ্ধান্ত নেয়, বক্তার যোগ্যতা দেখে। বড় কোন ব্যক্তি বলেছে, তাহলে ঠিক বলেছে। অমুক তমুক বলেছে, তাহলে ভুল বলেছে। কথাটি ঠিক না বেঠিক, সেটা দেখার দরকার নেই। কে বলেছে, সেটাই আসল বিষয়।