আপনার জীবনের সবচেয়ে অদ্ভুত জিনিস কী ঘটেছে?
আপনার জীবনের সবচেয়ে অদ্ভুত জিনিস কী ঘটেছে?
Add Comment
- বন্ধুদের প্রায়োরিটি দিতে গিয়ে বাঁশ খেয়েছি। যার মাশুল এখনো দিতে হচ্ছে।
- গাধার মতো পরিশ্রম করে গিয়েছি। কিন্তু প্রাপ্য ফল কিছুই পাইনি।
- ভদ্রতা অবলম্বন করার কারণে সমাজে “ভীরু” তকমা পেয়েছি।
- আত্মীয়-স্বজন কি ভাববে চিন্তা করে করে শখ আহ্লাদের সবটাই বিসর্জন দিয়েছি।
- মোরাল অফ দা স্টোরি ইজ বন্ধুদের কখনোই প্রয়োজনের চেয়ে বেশি প্রায়োরিটি দিবেন না। মনে রাখবেন পরিবারের চেয়ে কেউই আপন নয়।
- অবিবেচকের মত দিনের পর দিন খেটে যাবেন না। মনে রাখবেন শোষক সবসময়ই শোষনের সুযোগ খোঁজে। একটি কাজে যখন হাত দেবেন সেই কাজ থেকে আপনার বেনিফিট কতটুকু সেটা হিসাব কষে তবেই সে কাজটি করতে নামবেন।
- সর্বত্র ভদ্রতা অবলম্বন করার প্রয়োজন নেই। যেখানে কঠোর হতে হবে সেখানে সবসময় আওয়াজ তুলবেন। কারণ পৃথিবী শক্তের ভক্ত নরমের যম।
- কে কি ভাববে এটা ভেবে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করবেন না। মনে রাখবেন জীবন কিন্তু একটাই। যদি নিজে ঠিক থাকেন তাহলেই ব্যস!! পৃথিবীর মানুষ গোল্লায় যাক। কোন কথা কানে তুলবেন না।