কোন বিষয়গুলো কখনোই করা উচিত না?

    Add Comment
    1 Answer(s)
      1. কখনোই নিজের বড় করে প্রকাশ করবেন না। এটি দুনিয়ার সবচেয়ে খারাপ গুণগুলোর একটি।
      2. ‘ধন্যবাদ’, ‘দয়া করে’ (Thank you, please) এগুলো বলতে দ্বিধা করবেন না।
      3. কৌতুহলবশত কখনোই সিগারেট ট্রাই করবেন না।
      4. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।
      5. পর্ণোগ্রাফিতে আসক্ত হবেন না। এতে করে আপনি স্বল্পস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।
      6. পরচর্চা বা গীবদ করবেন না।
      7. আপনার চেহারা, উচ্চতা, বাবা-মা এর স্ট্যাটাস নিয়ে ইনসিকিউরড হবেন না।
      8. কারো সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবেন না। আপনি জানেন না, আপনার অপরপক্ষ কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
      9. ‘না’ বলতে ভয় পাবেন না।
      10. বাবা-মা কে অবমুল্যায়ন করবেন না।
      11. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না।
      12. কাউকেই বিশ্বাস করে আপনার সবগুলো সিক্রেট শেয়ার করে দিবেন না।
      13. কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
      14. মনের কথা প্রকাশ করতে দেরী করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবনও পস্তাতে পারেন।
      15. আড্ডাতে সময় নষ্ট করবেন না।
      16. রিলেশনসিপে সুখী না হলে এটি কন্টিনিউ করবেন না।
      17. কালকের জন্য কাজ ফেলে রাখবেন না।
      18. রান্না-বান্না না শিখে নিজেকে ম্যাচিউর দাবী করবেন না।
      19. Last but obviously not the least, কোরা পোস্টে আপভোট দিতে কার্পণ্য করবেন না।
      Professor Answered on September 25, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.