মানুষ ভালোবাসে কেন?
মানুষ সামাজিক জীব। মানুষের আছে বেগ, অনুভূতি, ইচ্ছে, আকাঙ্খা। মানুষের বিবেক,বিবেচনা শক্তি আছে। আর সৃষ্টিকর্তা মানুষের মনে তাঁর ভালোবাসার এক অংশ ছড়িয়ে দিয়েছেন, যাতে মানুষ একসাথে মিলেমিশে থাকতে পারে।
ভালোবাসার মূল কারণ বৈজ্ঞানিক ভিত্তিতে শরীরের বিভিন্ন গ্রন্থী থেকে হরমোন নিসঃরন।মানুষের মস্তিষ্ক ও আডরেনালুন গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন রক্তের সাথে মিশে মানুষের আচরণ, অনুভূতি প্রকাশ করে।