জীবনের কিছু সেরা টিপসগুলো কী কী?

    Default Asked on November 29, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      জীবেনে সেরা বলতে কিছু নেই, জীবনে যাই থাকবে না কেনও এটাকে সেরা করে নিতে হবে। আপনার গায়ের রং কালো বা আপনি উচ্চতায় একটু ছোট্ট এগুলো নিয়ে ভাবলে হবে না, এগুলোর সাথে মানিয়ে সেরা করে নিতে হবে আপনার থেকে।

      ১. কারও সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে।

      ২. মানুষ জীবন একটা। দিনও একবার আসে, প্রত্যেক দিন একবার আসে।এই দিনকে আপনার সেরাটা দিতে চেষ্টা করুন।

      ৩. বন্ধু সাথে টাকা পয়সার লেনদেন করবেন না, এটা করলে সম্পর্কের অবনতি হতে পারে।

      ৪. কারো সম্পর্কে ভালো কথা বলতে না পারলে খারাপ কথাও বলবেন না।

      ৫. কাউকে সামনে সালাম দিয়ে সে ব্যক্তি পিছনে চলে গেলে তাঁর সম্পর্কে খারাপ কিছু মন্তব্য করবেন না।যাকে সামনে থেকে ভালো কথা বলতে পারবেন না , সেই ব্যক্তি চলে যাওয়ার পর পিছন থেকে খারাপ মন্তব্য করবেন না।

      ৬.কথা বলার সময় হিসেবে করে বলবেন। কাউকে আশ্বাস দিয়ে সে আশ্বাস ভঙ্গ করবেন না।

      ৭. প্রতিদিন নিয়মতো পানি খান।

      ৮. প্রতিদিন নিউজপেপার পড়তে চেষ্টা করুন, এটা আপনার জীবনের একটা অংশ হিসেবে গড়ে তুলুন।

      ৯. আপনার ক্যারিয়ার সম্পর্কে একটা করে ব্লগ পড়ুন প্রতিদিন।

      ১০. নলেজ এর শেষ নেই। নলেজ আহরণ করতে চেষ্টা করুন।

      ১১. টাকার পিছনে না দৌড়িয়ে কাজ এবং সময়ের পিছনে দৌড়ানো উওম।

      ১২. কোন কিছু অতিরিক্ত করা ভালো না।

      ১৩.শেষ করতে চাই একটা লাইম দিয়ে, বই পড়ুন বেশি বেশি, টিপস বা মেধা এমনি এমনি চলে আসবে।

      ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পড়ার জন্য। ভালো লাগলে একটা আপভোট দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।

      Professor Answered on November 29, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.