স্বামী রাগ করলে কিভাবে রাগ ভাঙাবো মোবাইলে?
স্বামী রাগ করলে কিভাবে রাগ ভাঙাবো মোবাইলে?
Add Comment
১. আপনার স্বামীর কোন ugly/ অপ্রস্তুত ছবি তাকে সেন্ড করুন।
২. আপনি নিজে সুন্দর করে সেজে ছবি তুলে পাঠিয়ে দিন।
৩. কোন রোমান্টিক গানের লিংক পাঠাতে পারেন।
৪. কবিতা/গান রেকর্ড করে পাঠাতে পারেন।
ছেলেরা কেনো জানি ঘাড়ত্যাড়া টাইপের হয়। এটেনশান পাওয়ার লোভে রাগ ভেংগে গেলেও রেগে থাকার ফালতু নাটক করে। তাই আপনার টেক্সট লেইট করে সীন করলেও বা সীন করে ফেলে রাখলেও হতাশ হবেন না।
আপনার নিজের কাছে সন্তোষজনক মনে যতটুকু এফোর্ট দিলে, ততটুকু দেওয়া হলে নিজের কাজে মন দিন। স্বামীকে নিয়ে তখন আর ভাব্বেন না। সে তার টাইমমত ঠিকই হেড অফিসে ফেরত আসবে।