কিভাবে বিশাল মনের অধিকারী হওয়া সম্ভব?
পৃথিবীর প্রশস্ততম হৃদয়ের অধিকারী মহামানবের অনুসরণ করলেই প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়া যাবে। তিনি আর কেউ নন, আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল শ্রেষ্ঠ মানব মুহাম্মদ (সা.)।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেছেন, ‘আমি কি তোমার কল্যাণে তোমার হৃদয় প্রশস্ত করে দিইনি?’ (সুরা : ইনশিরাহ, আয়াত : ১)
অর্থাৎ তিনি নিশ্চিতভাবে প্রিয় নবী (সা.)-এর হৃদয় প্রশস্ত করে দিয়েছেন।
তাই তিনিই পৃথিবীর প্রশস্ততম হৃদয়ের অধিকারী। তাঁর চেয়ে বড় মনের মানুষ আর কে হতে পারেন?
তাই বড় মনের মানুষ হতে হলে, প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হলে তাঁর আদর্শ অনুসরণের বিকল্প নেই। তাঁর দেখানো পথে নিজেকে পরিচালিত করা ছাড়া গত্যন্তর নেই। প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়ার যেসব উপায় তিনি বাতলে দিয়েছেন, তা নিজের ভেতর ধারণ করার সর্বাত্মক চেষ্টা আমাদের করতে হবে।
এ লেখায় আমরা সেসব উপায় জানার চেষ্টা করব।
এক. তাওহিদ : প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাস যত বলিষ্ঠ ও পূর্ণাঙ্গ হয়, বিশ্বাসীর হৃদয় তত প্রশস্ত হয়; তার বক্ষ তত উন্মুক্ত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ যার হৃদয় উন্মুক্ত করেছেন এবং যে তার পালনকর্তা প্রদত্ত আলোতে আছে, সে কি তার সমান যে এমন নয়?’ (সুরা : জুমার, আয়াত : ২২)
আল্লাহ তাআলা আরো বলেন, ‘আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য প্রশস্ত করে দেন।