জীবনে শতভাগ সত্য কিছু কথা বললেন কি?
জীবনে শতভাগ সত্য কিছু কথা বললেন কি?
১| সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। তাই যাকে তাকে কষ্টের কথা বলবেন না। কারণ যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষ গুলোই যথেষ্ট!
২| ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়। আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। সাবধান যাকে তাকে বিশ্বাস করে ফেঁসে যাবেন না। যা করবেন ভেবে চিন্তে।
৩| সময় কারো জন্য অপেক্ষা করে না তাই সময়ের সদ্ব্যবহার করো।
৪|কেউ আসলে সব সময় এত ব্যস্ত থাকে না। আপনাকে সে গুরুত্বপূর্ণ মনে করে না বলেই সে আপনাকে ব্যস্ততা দেখায় সব সময়। মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে।
৫|আপনি কখনো পারফেক্ট হতে পারবেন নাঃ মানুষ মাত্রই ইন পারফেক্ট থাকে। কেউই ই পারফেক্ট হয় না। আপনি যদি এই ভেবে অপেক্ষায় থাকেন যে পারফেক্ট হবো তার পর নিজের গল্প সবাইকে শোনাবো। বিশ্বাস রাখেন আপনার গল্প কেউই শুনবে না।
৬| এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ আপন নয়।
৭। বিপদের সময় কাউকে পাওয়া যাবে না বিশেষ করে যখন টাকা ধার নিতে যাবেন যখন তখন কেউ আপনার সঙ্গ দেবে না।
৮| আপনি যত নরম হয়ে থাকবেন তত আপনাকে আঘাত করা হবে। শক্ত হয়ে দেখুন কেউ ধারে কাছে আসবে না।সুখি হতে চান? খুব সহজ স্বার্থপর হয়ে যান অনেক সুখে থাকবে
৯| এখনকার যুগে টাকা আছে যার দাম আছে তার টাকা নেই যার দাম নাই তার। যখন টাকা থাকে তখন সবকিছুই পাশে থাকে আর যখন টাকা থাকে না তখন পরিচিত মানুষগুলোর পাশে থাকেনা।
১০| মানুষের মুখের হাসির চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না তারপরেও মানুষ গায়ের রং নিয়ে বেশি মাতামাতি করে।
১| সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। তাই যাকে তাকে কষ্টের কথা বলবেন না। কারণ যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষ গুলোই যথেষ্ট!
২| ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়। আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। সাবধান যাকে তাকে বিশ্বাস করে ফেঁসে যাবেন না। যা করবেন ভেবে চিন্তে।
৩| সময় কারো জন্য অপেক্ষা করে না তাই সময়ের সদ্ব্যবহার করো।
৪|কেউ আসলে সব সময় এত ব্যস্ত থাকে না। আপনাকে সে গুরুত্বপূর্ণ মনে করে না বলেই সে আপনাকে ব্যস্ততা দেখায় সব সময়। মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে।
৫|আপনি কখনো পারফেক্ট হতে পারবেন নাঃ মানুষ মাত্রই ইন পারফেক্ট থাকে। কেউই ই পারফেক্ট হয় না। আপনি যদি এই ভেবে অপেক্ষায় থাকেন যে পারফেক্ট হবো তার পর নিজের গল্প সবাইকে শোনাবো। বিশ্বাস রাখেন আপনার গল্প কেউই শুনবে না।
৬| এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ আপন নয়।
৭। বিপদের সময় কাউকে পাওয়া যাবে না বিশেষ করে যখন টাকা ধার নিতে যাবেন যখন তখন কেউ আপনার সঙ্গ দেবে না।
৮| আপনি যত নরম হয়ে থাকবেন তত আপনাকে আঘাত করা হবে। শক্ত হয়ে দেখুন কেউ ধারে কাছে আসবে না।সুখি হতে চান? খুব সহজ স্বার্থপর হয়ে যান অনেক সুখে থাকবে
৯| এখনকার যুগে টাকা আছে যার দাম আছে তার টাকা নেই যার দাম নাই তার। যখন টাকা থাকে তখন সবকিছুই পাশে থাকে আর যখন টাকা থাকে না তখন পরিচিত মানুষগুলোর পাশে থাকেনা।
১০| মানুষের মুখের হাসির চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না তারপরেও মানুষ গায়ের রং নিয়ে বেশি মাতামাতি করে।