আমি কীভাবে চালাক-চতুর ও চটপটে হতে পারি?
আমি কীভাবে চালাক-চতুর ও চটপটে হতে পারি?
Add Comment
১. তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত না নেওয়া।
- চালাক ব্যক্তিরা সবসময় যেকোনো ছোটো বড়ো সিদ্ধান্ত বুঝে শুনে শান্তি মনে নিয়ে থাকে এবং নিজের মাথা খাটিয়ে তারপর যে কোনো নির্ণয়ে পৌঁছায়।
২. সবাই কে খুশি করার চেষ্টা না করা।
- মনে রাখবেন সবসময় সবাইকে খুশি রাখা সম্ভব হয়না এবং ভোলা ব্যক্তিরা সব থেকে বড়ো ভূল এটাই করে, ফলে অনেক সময় অন্য ব্যক্তিরা তার এই স্বভাবের লাভ উঠিয়ে থাকেন।
৩. নিজের ভেতরের ভয় কে দূর করতে হবে।
- যেমন উদাহরণস্বরূপ – অনেক মানুষের মধ্যে কথা বলা বা কোনো ভাষণ দিতে যাওয়ার সময় পাওয়া ভয়, কোনো সমস্যা হলে সমাধানের চেষ্টা না করে সহজেই ভয় পাওয়া ইত্যাদি এই ধরণের বিভিন্ন ভয় গুলো দূর করা আবশ্যক।
৪. প্রতিদিন নতুন নতুন বিষয় পড়ুন।
- প্রতিদিন আপনি অল্প সময়য়ের জন্য হলেও নতুন বিষয়ে কিছু বই পড়ুন, কারণ আমরা যখন প্রতিদিন নতুন কিছু পড়ি তখন আমাদের বুদ্ধির বিকাশ ঘটে।
৫. সময় এবং টাকার গুরুত্ব বোঝা।
- চালাক ব্যক্তিরা নিজের সময় এমনি এমনি কোনো কারণ ছাড়া নষ্ট করেনা, তারা ভালো করে জানে একবার সময় চলে গেলে আর ফিরে আসেনা।