জীবনের কিছু ক্ষুদ্র বিষয় কী, যা মনকে পরম আনন্দ দিয়ে থাকে?

    জীবনের কিছু ক্ষুদ্র বিষয় কী, যা মনকে পরম আনন্দ দিয়ে থাকে?

    Default Asked on January 3, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      ১। সকালে ঘুম থেকে উঠেই, এই রকম একটা দৃশ্যের মুখোমুখি হওয়া,

      ২। রান্নাঘর থেকে আসতে থাকা, মাছ ভাজার গন্ধ, আর যদি ইলিশ হয়…

      ৩। প্রচণ্ড শীতে স্নান করতে গিয়ে, গায়ে প্রথম বার গরম জল ঢালার অনুভূতি,

      ৪। দরজায় কলিং বেলের আওয়াজ শুনে, দরজা খুলে এরকম কাউকে দেখা,

      ৫। বৃষ্টির দিনে চায়ের কাপটি হাতে নিয়ে, জানালার ঝাপসা হয়ে যাওয়া কাঁচের মাঝ দিয়ে, বাইরেটাকে দেখা,

      ৬। হঠাৎ করেই নিজের প্রিয় গানের কলি কোথাও বাজছে, এরকম শোনা,

      ৭। অসতর্ক অবস্থায় কাঁচের গ্লাস হাত থেকে নীচে পড়ে গিয়ে ও গ্লাসটি একেবারেই অক্ষত থাকা,

      ৮। ঘরের মাঝেই হারিয়ে যাওয়া কোনো জিনিষ হঠাৎ করেই খুঁজে পাওয়া, আর মানিব্যাগ হলে তো…., পৃথিবীটা কত সুন্দর…

      ৯। একনাগাড়ে চলতে থাকা বৃষ্টির জন্য শপিং যাওয়া ভন্ডুল হলো বলে মন খারাপের মাঝেই হঠাৎ করে বৃষ্টি থেমে যাওয়া, একটু রোদের দেখা পাওয়া,

      ১০। বিয়ে বাড়ীতে গিয়ে, হঠাৎ করেই অনেক দিনের অদেখা কারোর সাথে দেখা হওয়া,

      ১১। অপরিচিত কোনো বাড়ীতে গিয়ে কলিং বেল বাজানোর পর, দরজা খুলে বেরিয়ে আসা কারোর গম্ভীর নয়, হাসি মুখ খানি দেখা

      ১২। হঠাৎ করেই মোবাইলে ফ্লাইটের টিকিটের প্রাইস ড্রপ এলার্ট আসা,

      ১৩। এয়ারপোর্টে ঢুকে, ডিসপ্লে বোর্ডে scheduled শব্দটি দেখা,

      ১৪। উপরে উঠে এরকম দৃশ্যের কাছাকাছি থাকা,

      ১৫। অ্যারাইভাল এ একের পর এক বেরিয়ে আসতে থাকা লোকজনের মাঝে, নিজের জন কে দেখা,

      ১৬। নতুন জামা কাপড় কিনে বাইরে বেরিয়ে পরিচিত অন্য জনের কাছ থেকে “বাহ্, দারুণ চয়েজ তো” শোনা,

      ১৭। সকালে অফিস যাওয়ার সময় ফ্ল্যাট থেকে বেরিয়ে, লিফটে উঠে, ঠিক লিফ্ট এর দরজা বন্ধ হওয়ার মুহুর্তেই পাশের ফ্ল্যাটের বিশেষ কোনো একজনের, ‘প্লিজ, একটু চেপে রাখুন, আমি ও নামবো’ শোনা…

      মনে হয়, লিফটের বাটন চেপেই রাখি বহুকাল…

      লিফটে ঢোকার সাথে সাথেই, হাল্কা হাওয়ার সাথে, Carolina Herrera এর সৌরভে বিবশ হয়ে যায় দেহ, মন, আহা, কী আনন্দ আকাশে, বাতাসে…

      লিফ্ট নামতে থাকে, থাকুক, নামতেই থাকুক, অনন্তকাল ধরেই…, গ্রাউন্ড ফ্লোরটিই যেন অদৃশ্য হয়েই যায় চিরতরে…

      আর ?

      ১৮। আনন্দ, পরম আনন্দ হয়, যখন দেখি কোরাবাংলায় আমাদের কোরামিত্ররা কেউ কাউকে দাদা, দিদি, ভাই, বোন, এসব সম্বোধনে ভূষিত করেন,

      Professor Answered on January 3, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.