কীভাবে বুঝব, নিজেকে সস্তা বানিয়ে ফেলেছি?
কীভাবে বুঝব, নিজেকে সস্তা বানিয়ে ফেলেছি?
কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে প্রশংসামুখর। মানুষের প্রশংসা ভালোভাবে করতে পারে, এবং এটাও জানে প্রশংসা করে কিভাবে মানুষের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয়। যখন কোন মানুষ তোমার প্রশংসা করবে তখন তুমি চাইলেও মুখের উপর তাকে তাড়িয়ে দিতে পারবে না। তোমার ভিতরের সাধারণ মানুষটি, হেল্পফুল মানুষটি তোমাকে বাধা দেবে। আর ঐসব মানুষগুলো ওই সুযোগটাকে কাজে লাগিয়ে বারবার তোমাকে ব্যবহার করবে তার কাজে।
যখন দেখবেন কেউ আপনাকে ডাকছে আর আপনি তাড়াতাড়ি নিজের কাজ ফেলে দিয়ে তার ডাকে সাড়া দিয়েছেন এবং একবার নয় এটি আপনার সাথে বার বার হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে আপনি কারো দ্বারা ব্যবহার হচ্ছেন।
মনে রাখবেন নিজের সময়ের মূল্য যদি নিজে দিতে না পারেন তাহলে অন্য মানুষ আপনার সময়ের মূল্য কখনো দেবে না। এভাবে যখন আপনি বারবার কারো ডাকে সাড়া দিতে থাকবেন তখন তার কাছে আপনি একেবারে সস্তা হয়ে যাবে।
না বলতে শিখুন, না বলতে পারাটা অনেক সমস্যার সমাধান হিসেবে কাজ করে। মানুষের প্রয়োজনে অবশ্যই মানুষকে হেল্প করা উচিত তবে দেখতে হবে সে যদি শুধু আপনাকে দিয়ে তার ফায়দা হাসিল করতে চায় তাহলে ওইসব মানুষ থেকে দূরে থাকবেন।
যেমন, পরিবারে যেমন বেকার ছেলেটির সময়ের কোনো মূল্য নেই। তাকে সবাই বিভিন্ন কথার প্যাঁচ দিয়ে খোঁচাখুঁচি করে কিন্তু, যদি ওই ছেলেটি কিছু করে তখন ঐ কাজের বাহানা দেখিয়ে নিজেকে ব্যস্ত রাখে। তখন তাকে আর কেউ কিছু বলে না। তেমনি নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখুন বেশি প্রয়োজন হলে কারো ডাকে সাড়া দিন না হলে নয়।