কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?
কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?
- এমন কোন বন্ধুত্ব করা উচিত নয়, যদি আপনি আপনার বন্ধু কে বিপদেআপদে তার সাথে থাকতে না পারেন কিংবা তার যথাযথ সম্মান দিতে না জানেন।
- কারো সাথে তর্ক যাবেন না, যার সাথে তর্ক করবেন তাঁকে শত বার বুঝাইতে চেষ্টা করলেও সে বুঝতে চেষ্টা করবে না কারণ সে তর্কে নিজেকে সঠিক প্রমাণ করেতে চাইবে। তর্ক হলো শুধু শুধু নিজেকে হেনস্তা করা।
- সম্মান করা মা বাবাকে, মা বাবা যতোই বুড়ো হোক না কেন তাদের সাথে আগলেই (একত্রে) থাকুন শুধু একমাত্র তাঁরাই আপনাকে কোন কারণ ছাড়াই ভালোবাসে, এই দুনিয়ায় ভালোবাসতে অনেক কারণ লাগে, মা বাবার ভালোবাসার কোন কারণ নেই।
- প্রত্যেক মানুষের কাছের একটা মনুষ্যত্ব থাকে সেটা যদি নষ্ট হয়ে যায় মানুষ সব কিছু করতে পারে সে মানুষ MonSter রূপ নিতে পারে , কোন না কোন কারণে মানুষের এই মনুষ্যত্ব চলে গেলে সে অনেক বড় কিছু করতে পারে।
5. নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ভালোবাসা করা উচিত নই। আপনি যার সাথে আজকে এই কাজ করতেছেন সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। একদিন কারো না কারো স্ত্রী হবে। এমন কাজ করা উচিত না। যদি কাউকে ভালোবাসেন তাহলে তাঁকে একবারে বাসেন যাতে সে আপনার স্ত্রী হতে পারে।
6. নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত, হাসির সময় হাসা কান্নার সময় মন ভরে কান্না করা উচিত। যা করবেন মন ভরে করা উচিত। যাতে আপনার জীবনে সে জিনিস নিয়ে আফসোস না থাকে।
7. কাউকে অন্ধভেবে না ঠকানো যে আপনাকে ভরসা এবং বিশ্বাস করেছে সে অন্ধ না, সে আপনাকে ভরসা করেছে এর প্রতিদান যথাযথ দিতে চেষ্টা করেন অন্ধভেবে চলে যাইয়েন না।
8. কোন কিছুতে নেশা হওয়া উচিত না, সচারাচর মানুষ সোশ্যাল মিডিয়ায় এতো সময় কাঁটায় যা সে অন্য ক্ষেত্রে এই সময় ব্যায় করলে অনেক ভালো ফলাফল পেতো। বর্তমানে সময়ে সবচেয়ে বড় নেশা হলো সোশ্যাল মিডিয়ায় যা মাদকাসক্ত এর চাইতেও অনেক ভয়ংকর।ইদানীং কোরা তে ও এমন প্রশ্ন আসতেছে কোরা কি করে বন্ধ করতে পারি, কোরা ছাড়তে চাই। কোন সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মকে নেশা হওয়া উচিত নই।
9. মানুষের পোশাক কিংবা মানুষের রং নিয়ে কাউকে বিবেচনা করা উচিত নই, পোশাক তো শুধু একটা আবরণ মাত্র যা মানুষের শরীর ঢেকে রাখে। মানুষকে বিবেচনা করা উচিত তার কর্মে কিংবা তার মাথা দিয়ে।
10. অন্যর থেকে বেশি জানতে চেষ্টা করুন, কারও থেকে কোন কিছুর আশা করবেন না। প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে চেষ্টা করুন কোন কিছু জানলে সেটা অন্য কে জানার চেষ্টা করুন।