নিজের সবচেয়ে খারাপ সময় থেকে কী শিক্ষা গ্রহণ করলেন?
নিজের সবচেয়ে খারাপ সময় থেকে কী শিক্ষা গ্রহণ করলেন?
১।দেখেছি পৃথিবীতে রক্তের সম্পর্কের মূল্য নেই যদি আপনার অর্থ না থাকে বা আপনার আত্মীয় স্বজন দের থেকে কম থাকে ।
২।আপনার আয় করা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ সম্পদ যদি আপনি আপনার আয়ত্তে রাখতে বা ধরে রাখতে না পারেন সে অর্থ আপনার নয়।
৩।অর্থ শুধু আয় করলেই হবে না। ধরে না রাখতে পারলে আপনার কপালে দুঃখ আছে।
৪।অর্থ ব্যাংকে রাখা যতটা নিরাপদ আপন জনদের কাছে রাখা ঠিক ততটাই বিপজ্জনক।
৫।আপনার অর্থ সম্পদে অন্য কারো নজর লাগলে আপনার জীবন টাই তার তাদের হাতে চলে যেতে পারে।
🍂সার্থের দুনিয়া :
১। এই পৃথিবীর মানুষ এতই স্বার্থপর। স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয়।
২। সব সম্পর্কেই স্বার্থ থাকে। কারো স্বার্থে যদি কম পড়ে যায় তখন তার আসল চেহারা প্রকাশ পাবে। আপনি যাকে সবচেয়ে ভাল মানুষ হিসাবে জানেন স্বার্থের কারনে তার আসল রূপ বের হলে আপনি কল্পনা ও করতে পারবেন না একই মানুষ এর ২ রূপে আকাশ পাতাল পার্থক্য।
৩।আপনি যার উপকার করলেন বিপদে তার থেকে সাহায্য পাবেন এটা আশা করাও চরম বোকামি।
🍂বিপদে আসল মানুষ চেনা:
১।বিপদে না পড়লে আপনি বুঝতেই পারবেন না কে আপন কে পর। ওই সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত আপন।
২।তবে বেশির ভাগ সময় বিপদে আপনি কাউকে পাশে পাবেন না। মানুষের কত রকম রূপ আছে দেখতে পাবেন। এই সময় থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার আছে।
৩।বিপদে এমন কাউকে পাবেন না যে আপনার হাতটা ধরে বা তার হাতটা এগিয়ে দিয়ে বলবে ভয় পেয় না পাশে আছি। যদি কেউ পায় সে অবশ্যই সৌভাগ্যবান দের একজন।