কিসের আশায় আপনি সামনের দিনগুলিতে বেঁচে থাকতে চান?
কিসের আশায় আপনি সামনের দিনগুলিতে বেঁচে থাকতে চান?
Add Comment
মানষের উপকার করতে আমার খুব খুব ভাল্লাগে। আমি শুধু এজন্য বেঁচে থাকতে চাই। অনেক বছর বেঁচে থাকতে চাই।
আমি চাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে। এদেশের মানুষগুলো কেন যানি বড় স্বপ্ন দেখতে ভয় পায়। আমি চাই সবাই অনেক বড় বড় স্বপ্ন দেখুক। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে রুল মডেল হিসেবে পরিচিত করুক।
এদেশের মেধাবী ছেলে-মেয়েরা ভালোবাসাকে ভুলভাবে সংজ্ঞায়িত করে অগ্নেয়গিরি লাভায় ভস্মীভূত হচ্ছে। ভাই/বোন আপনাদের অনুরোধ করছি এসব মিথ্যে/মরীচিকার প্রেম/ভালোবাসায় নিজেকে জড়াবেন না, প্লিজ। নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে পুরোটা সময় দিন। ভবিষ্যত নষ্ট করবেন না প্লিজ। অতীত ও ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে ধ্বংস করবেন না প্লিজ।
একা থাকেন, বোকা থাকেন, ক্ষুধার্ত থাকেন।