কী ভাবে ভালো মানুষ হওয়া যায় ?
কী ভাবে ভালো মানুষ হওয়া যায় ?
Add Comment
ভালো তো যে যার নিজের জায়গায়।তাতে কি?ঐটা তো সুবিধার্থে ভালো হলেন।কিন্তু আপনাকে তো সবার চোখে ভালো হতে হয় সেটা তো সম্ভব না।তাহলে কি করবেন?বলি একটু নিরপেক্ষ থাকুন।নিজে যেটা ভাবেন ভাবুন কিন্তু আরেকজনের জায়গায় এসে চিন্তা করে দেখুন আপনার প্রতিপক্ষের জায়গায় আপনি হলে কি করতেন।এভাবেই আপনার ভালো মানুষ হওয়া উচিত বলে আমি মনে করি।