মানুষ চেনার উপায় কি?
আসুন দেখে নেয়া যাক কোন ১৪ টি চিহ্ন দেখে আপনি সনাক্ত করবেন একজন বাজে ব্যক্তিকে:
১. এরা ধান্দাবাজ হয়। অন্যের সর্বনাশ করে নিজের স্বার্থ সিদ্ধি করে খুব স্বাভাবিক থাকতে পারে।
২. এরা কথাবার্তা দিয়ে আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে এবং আপনাকে ভুল পথে পরিচালিত করবে
৩. এরা বিশ্বাস ঘাতক
৪. এরা আপনার কষ্টকে কোনো মূল্য দেবেনা
৫. এরা ধারণা করে এই পৃথিবীতে তারা বিশেষ কিছু এবং পৃথিবীর সব মানুষকে যথেচ্ছা ব্যবহার করার অধিকার তাদের আছে
৬. এরা নিজের প্রতি অন্যকে মনোযোগ দিতে বাধ্য করে
৭. এরা মিথ্যাবাদী
৮. এরা দৈত সত্ত্বায় বসবাস করে
৯. এরা সত্য কে আড়াল করে
১০. আপনার সময়ের কোনো মূল্য এদের কাছে নাই
১১. এরা কখনো অনুশোচনায় ভোগে না
১২. এরা অপরাধ স্বীকার করে না
১৩. শুধু সত্য নয়, এরা তথ্যও গোপন করে
১৪. এরা দায়িত্ব জ্ঞানহীন, মানুষ কে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুড়ে ফেলে দেয়, সন্ধান করে নতুন কারও ক্ষতি করে নিজের স্বার্থ উদ্ধারের।