এমন কোন দশটি অভ্যাস আপনার জীবনকে বদলে দিয়েছে?
এমন কোন দশটি অভ্যাস আপনার জীবনকে বদলে দিয়েছে?
Add Comment
- নিজের খাবার নিজে তৈরি করা, অন্য কারও ওপর নির্ভরশীল না হওয়া। যা সারা দিনের একটা বড় চিন্তার বিষয় ― কারণ মা, সবসময় ফোনে এটাই জিজ্ঞেস করে থাকে।
- নিজের অলসতা স্বীকার করা, মিথ্যে অজুহাত খাড়া না করা। সোজা সাপ্টা সত্য কথা বলে দেয়া। এক্ষেত্রে আমার ক্লাইন্ট বা প্রযোজক অন্য রকম ভুল সন্দেহ করে না। তবে ধীরে ধীরে সময়ের মধ্যে কাজ শেষ করার অভ্যেস তৈরি হয়েছে।
- সারাদিনে আমি ঘন্টা তিনেক শুধু নিজের সঙ্গে থাকি, এখানে কেউ প্রবেশের সুযোগ পায়নি বলে আমার স্ক্রিপ্ট লেখা বা content research এ ভীষণ মনোযোগী হতে পারি।
- আমি আমার ইচ্ছেমত মোবাইল বা কম্পিউটার এ সময় কাটাই বা ব্যবহার করি কিন্তু এদের আমি আমার ব্যবহার করতে দিইনা।
- আগে আমি সমস্যা বা বিপর্যয়কে এড়িয়ে বেঁচে যাওয়ার ভুল চিন্তা করতাম কিন্তু এখন এগুলোর মুখোমুখি হই এবং সমাধান খুঁজি এবং মানসিক শান্তি পাই।
- জীবনে না দাঁড়ানোর একটা ভয় কুরে কুরে খেতো সেটা বন্ধ করতে পেরেছি এই ভেবে যে, আমার হারানোর কিছু নেই তাতে আমার কর্মক্ষমতা বেড়ে গেছে।
- আমার বেশভুষা দেখে কেউ যেন আমায় জাজ না করে সেটাকে তাড়াতে পেরেছি মন থেকে ― আমি আমিই এই উপলব্ধি নিষ্ঠার সঙ্গে মনে গেঁথে গেছে। আমার পরিচয় আমার চিন্তা ভাবনায় আর কাজে সেটা ইন্ডাস্ট্রির অনেকেই বুঝে ফেলেছেন বলে আত্মবিশ্বাস বেড়েছে।
- আমার সমালোচকদের ইতিবাচকভাবে নিতে শিখেছি ― উনাদের সমালোচনা আমার আশীর্বাদ, সত্যি দারুণভাবে আমার জীবন পাল্টে দিয়েছে।
- আমার মেয়েকে গান শুনিয়ে ঘুম পাড়ানো আমার অনেক বিষণ্ণতা ধ্বংস করে দিয়েছে, এই অভ্যেস আমায় আরও নিত্য নতুন চিন্তা ভাবনায় ডুব দেয়া শিখিয়েছে।
- আমি সঠিকভাবে ‘না’ বলতে শিখেছি, ভালোমানুষী জিইয়ে রাখার জন্য অপ্রয়োজনীয় হ্যাঁ বলার চেয়ে না বলে শান্তিতে থাকতে পারছি।