মেয়েদের কিবাবে হাসাতে হয়?
১/ মেয়েদেরকে হাসানোর জন্য মেয়েদের সাথে মজার কিছু কথা বলা।
২/ মজার ঘটনাগুলি শেয়ার করা,মিষ্টি জোকস, কৌতুক বা তাদের পছন্দের বিষয়গুলি নিয়ে আলোচনা করা
৩/ তাদের জীবনে কি আছে তা নিয়ে আলাপ করা।
৪/ তাদের সাথে সম্পর্ক ভালো থাকলে তাদের মতামত ও স্বপ্ন নিয়ে গভীর আলোচনা করা ও হাসির মুহূর্ত তৈরি করা যেতে পারে।
৫/ তাদের কাছে মজার ফোটো অথবা ভিডিও দেখানো।
৬/ তাদের কাছে ফানি কাটুন চরিত্রের অথবা সিনেমার ডায়ালগ দেওয়া।
7/ মজার কথা বা গল্প লিখে তাদের সাথে ভাগ করা।
৮/ মজার ইভেন্ট বা পার্টি আয়োজন করা এবং তাদের সঙ্গে সময় কাটানো।ইত্যাদি ভালো উপায় হতে পারে। তবে, মনে রাখবেন যে সব মেয়ে ব্যক্তিত্বে ভিন্ন ভিন্ন, তাই তাদের সাথে হাসাহাসির উপায় প্রায় ব্যক্তিগত ও সামাজিক ভাবে পরিষ্কার হতে হবে।ভালো লাগলে আপভোট দিবেন।ধন্যবাদ