জীবনে সফলতা পাওয়ার জন্য প্রত্যেকদিন কী করতে হবে?
জীবনে সফলতা পাওয়ার জন্য প্রত্যেকদিন কী করতে হবে?
Add Comment
আমি সম্ভবত “সো কল্ড” সাফল্য নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো না। কিন্তু বেঁচে থাকা বা জন্ম নেয়াকেই যদি অনন্য সাফল্য মনে করি আমি। যাদেরকে সফল হতে দেখেছি কাছাকাছি সময়ে কিংবা আশেপাশে, তাদের সবার মধ্যে বেশ কমন একটি দিক খেয়াল করেছি, সেটা হলো:
খুব সকালে ঘুম থেকে ওঠা।
যারা ক্যারিয়ার ডেভলপমেন্ট কিংবা পরামর্শক হিসেবে কাজ করেন তাদের কাছ থেকেও এ বিষয়টি জেনেছি। খুব সকালে যারা ঘুম থেকে ওঠেন তারা নিজের জীবনে বেশ নিয়ন্ত্রণ আনতে পারেন। তারা সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন। যারা সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন, তারা বেশ দারুণ একটি জীবন কাটাতে পারেন।
সময়কে নিয়ন্ত্রণ করা শেখার চেষ্টা করছি আমি নিজে। কোনদিন নিয়ন্ত্রণ করতে পারলে এই পোস্টটি আপডেট করবো।