|
জীবনে প্রথম ভালবাসা কে কি ভুলে যাওয়া সম্ভব?
জীবনে প্রথম ভালবাসা কে কি ভুলে যাওয়া সম্ভব?
Add Comment
যদি তোমার প্রেমটা হয়ে থাকে খাঁটি,
তাকে ভুলতে পারবে না যদি-না হও মাটি।
তুমি তাকে ভুলে থাকার জন্য নতুন একজনকে বেঁচে নিলেও তার কথা তোমার মনের মধ্যে ভেসে উঠবে।
তুমি তাকে ভুলে থাকার জন্য খাবার-ঘুম ছেড়ে বিড়ি-সিগারেট খেয়ে রাত পার করলেও তার কথা তোমার মনের মাঝে ভাসবে।
তুমি তাকে ভুলে থাকার জন্য অনেক দূরে চলে গেলে, হতে পারে আমেরিকা-টামেরিকা বা কাতার-বাতারে, তারপরও তার সাথে তোমার কাপল ছবি যখন দেখবে তখন তোমার অজান্তে চোখ দিয়ে জল নেমে আসবে।
তুমি তাকে ভুলে থাকার জন্য দীর্ঘদিন তার সাথে দেখা করলে না। কিন্তু ১০-২০ বছর পর যখন হঠাৎ কোনো এক আত্মীয় বা বন্ধুর বিয়েতে একসাথে দেখা হবে এবং জিজ্ঞেস করবে, কেমন আছো? তখন তোমার অতীত মনে হবে।
তুমি তাকে ভুলে থাকার জন্য তার মোবাইল নাম্বার ব্লক করে রাখবে ৪-৫ বছর কিন্তু হঠাৎ যখন সে রং নাম্বার দয়ে ফোন দিয়ে কান্নাকাটি করবে তখন তোমার অতীত মনে হয়ে যাবে।
তুমি তাকে ভুলে যেতে চাও হয়তো সে নেশাখোর বা বেশ্যাখোর বলে। কিন্তু যখন সে তোমার কাছে এসে ভালোমানুষ সেজে এসে হাসিমুখে তোমার সাথে মিষ্টি কথা বলবে তখন তার সাথে কাটানো সব সময়গুলো মনে।পড়বে।
মানুষ জীবনে কতকিছু ভুলে যায়। কিন্তু জীবনের প্রথম ভালোবাসার মানুষ হাজার খারাপ কিংবা নেশাখোর হোক না কেন। কেহই তাকে ভুলে থাকতে পারে না।
ভালো থেকো সবসময় 🥰