আত্মবিশ্বাস কী? এটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ?
আত্মবিশ্বাস কী? এটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ?
আপনি সাইকেল চালাতে পারেন? পারেন তো! সাইকেল চালাতে গিয়ে, পড়ে যাওয়ার ভয় লাগেনা তো? লাগে না। তাই তো? কিন্তু, প্রথম যখন সাইকেল চালাতে গিয়েছিলেন, তখন, পড়ে যাওয়ার ভয় লেগেছিল, তাই না। অনেকবার, পড়ে গিয়ে ব্যথাও পেয়েছিলেন। তাই না। কিন্তু এখন সাবলীল ভাবে সাইকেল চালাতে পারেন। অর্থাৎ পুরো আত্মবিশ্বাসের সাথে, সাইকেল চালিয়ে থাকেন। এই রকমই জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের আত্মবিশ্বাস গড়ে উঠে অভিজ্ঞতার দ্বারা। প্রথমে মনে হয়, পারব না, তার পর কাজের তাগিতে, বেঁচে থাকার তাগিদে, সামনে এগিয়ে যেতেই হয়। হয়ত,কোনো কোনো ক্ষেত্রে ঘা গুঁতো খেতে হয় । কিন্তু পরবর্তী কালে ঘা গুঁতো না খেয়েই, সামনে এগিয়ে যেতে পারেন। এভাবেই তৈরি হয়, আত্মবিশ্বাস। যেটা নাহলে মানুষ কেনো, কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তাহলে কি দাঁড়াল? আমি পারি; আমি পারবো; এই বোধটাই হলো আত্মবিশ্বাস। এটা ছাড়া মানুষ অক্ষম, অথর্ব হয়ে যায়। সে নিজের চেষ্টায় বেঁচে থাকতে পারে না। ধন্যবাদ।